শীতের চাদরে ঢাকা পড়েছে রাজধানী। সেই সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, রয়েছে হিমেল হাওয়া। জানুয়ারির শেষ সময়টায় মাঘের শীতকে মনে করিয়ে দিতেই যেন রাজপথকে ঢেকে দিতে চাইছে কুয়াশার এ চাদর।
গতকাল থেকেই রাজধানীতে কুয়াশা নামতে শুরু করে। এ ছাড়া দেখা নেই সূর্যের। ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা সবশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন পরিস্থিতি আরও এক-দুই দিন থাকতে পারে। ঘনকুয়াশার কারণে শীতের অনুভূতি তীব্র হচ্ছে।
এ ছাড়া হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আগামী দুই দিন যেমন থাকবে আবহাওয়া