রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিত করতে মিরপুরে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের পাইলট প্রকল্প। বুধবার (২৩ এপ্রিল) থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।
জাইকার অর্থায়নে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি)’ আওতায় নিরাপদ পথচারী পারাপারের জন্য একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।
রাজধানীতে মোট ২২ পয়েন্টে এমন স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ করছে ট্রাফিক বিভাগ। এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ।
সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পটি মিরপুরের দুটি গুরুত্বপূর্ণ স্থান-ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে বাস্তবায়ন করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সিগন্যাল ব্যবস্থার কার্যক্রম চলবে। ছুটির দিন ব্যতীত। পথচারীরা এখন একটি পুশ সুইচ চেপে সিগন্যাল পরিবর্তনের মাধ্যমে রাস্তা পার হতে পারবেন। সবুজ বাতি জ্বলে উঠলেই গাড়িগুলো ৩০ সেকেন্ড থেমে থাকবে, যাতে পথচারীরা নিরাপদে জেব্রা ক্রসিং ব্যবহার করতে পারেন।
ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার সারওয়ার বলেন, এই উদ্যোগ পরীক্ষামূলক হলেও ভবিষ্যতে রাজধানীজুড়ে এই স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
পথচারী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ সালে সারা দেশে ১ হাজার ৯ জন পথচারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যাদের বেশির ভাগই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এই প্রকল্প দুর্ঘটনা কমাতে ও নগরের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
