ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৯ এএম

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও শাহজাহানপুরে এলাকায় এ মশাল মিছিল করা হয়। মশাল মিছিলটি খিলগাঁও জোড়পুকুর পাড় হতে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে শাজাহানপুর গিয়ে শেষ হয়।
 
এ সময় তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে না এই সিদ্ধান্ত নেবে বাংলার জনগণ এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো।
 
তারা বলেন, ২৪ এর গণ আন্দোলনের পরে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।

MMS
আরও পড়ুন