ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৫ মে ২০২৫, ১১:৪০ এএম

রাজধানীর বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ মে) সকালের সাড়ে ৯টায় ফ্লাইওভার সংলগ্ন এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করি। কিন্তু তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে রাস্তায় পড়ে গিয়ে ওই ট্রাকের নিচে চাপা পড়েন তারা। ট্রাকের চালককে আটক করা হয়েছে।

JA
আরও পড়ুন