ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পিলারে পিলারে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের গ্রাফিতি

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১০:০০ এএম

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই পানি বিলানো, আবু সাঈদের আত্মত্যাগের মুহূর্ত, রক্তাক্ত ৩৬ জুলাই, স্বাধীন গণভবনসহ জুলাই গণঅভ্যুত্থানের উল্লেখযোগ্য মুহূর্তগুলো মেট্রোরেলের পিলারগুলোতে ফুটে উঠেছে।

রংতুলি ও ব্রাশের আঁচড়ে রাঙিয়ে তুলেছেন জুলাই গণঅভ্যুত্থানের ‘চেতনা জাগানিয়া’ প্রেক্ষাপটগুলো। 

সোমবার (২১ জুলাই) সকালের দিকে রাজধনীর আগারগাঁও এলাকার মেট্রোরেলের পিলারগুলোতে গ্রাফিতি ও চিত্রাঙ্কনের দৃশ্য দেখা গেছে।

গত বছর গণঅভ্যুত্থানের ভূমিকা এই গ্রাফিতির মাধ্যমে দেশের মানুষের মনের মধ্যে অধিকারের যে দাবি, তা ফুটে উঠেছে। গত বছর এই সময় যেসব ছেলেরা রক্তা দিয়েছে, নির্যাতিত হয়েছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে তাদেরকে স্মরণে এই গ্রাফিতি। 

AHA
আরও পড়ুন