ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে দোকানের সামনে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

রাজধানীর কদমতলী মুরাদপুরে এক দোকানের সামনের রাস্তা থেকে রেখসানা বেগম (৪২) নামের এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে হাজি লাল মিয়া সরদার রোডের সুমির দোকানের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুন নাহার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের বস্তায় মরদেহটি পাওয়া যায়। নারীর মুখমণ্ডল অর্ধগলিত ছিল, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত ছিল। পরে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়। নিহতের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া গ্রামে। তার বাবার নাম হাতেম হাং। পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা এলে বিস্তারিত জানা যাবে।

MH/MMS
আরও পড়ুন