মিরসরাই চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চট্টগ্রাম-ঢাকা জ্বালানি তেল সরবরাহ পাইপলাইন ফুটো করে কয়েক হাজার লিটার তেল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
আধুনিক প্রযুক্তির এই পাইপলাইনে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি মিরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘরের মালিককে আটক করেছে।
যেভাবে জানাজানি হলো
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চুরির বিষয়টি জানাজানি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পাইপলাইনের ওপর একটি অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে গোপনে তেল চুরি করছিল একটি চক্র। সকালে পাইপলাইনে তেলের চাপ বেড়ে যাওয়ায় চোরাই সংযোগটি ফেটে যায় এবং আশপাশে তেল ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা হাঁড়িপাতিল ও বালতি নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করলে পুরো বিষয়টি প্রকাশ পায়।
ঘটনার পর মিরসরাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিপিসি কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিদ্র হওয়া অংশটি সিলগালা করে দেন। এই ঘটনায় বিপিসির ডিজিএম (অর্থ) মাহবুবুর রহমান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ঘরের মালিক আবছারকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
বিপিসি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ ও চুরির ধরণ পর্যালোচনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মিজানুর রহমানকে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর প্রকৌশলীদের তত্ত্বাবধানে প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি গত ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অত্যন্ত সুরক্ষিত এই পাইপলাইনে ‘লিক ডিটেকশন’ ও ‘স্ক্যাডা কন্ট্রোল সিস্টেম’ থাকা সত্ত্বেও কীভাবে দীর্ঘদিন ধরে চুরি চলল, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আগে ডিপোগুলো থেকে লোপাট হওয়া তেলের হিসাব ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা।
উল্লেখ্য, আগে চট্টগ্রাম থেকে নৌপথে তেল পরিবহনে যেখানে ২৪ ঘণ্টা লাগত, এই পাইপলাইনের মাধ্যমে তা মাত্র ৪ ঘণ্টায় পৌঁছানো সম্ভব হচ্ছে। এতে বছরে পরিবহন খরচ বাবদ অন্তত ২২৬ কোটি টাকা সাশ্রয় এবং 'সিস্টেম লস' শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক মাসের মাথায় এমন চুরির ঘটনা জ্বালানি সেক্টরে উদ্বেগের সৃষ্টি করেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, "চুরির ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"
আজ যেসব জেলায় বিদ্যুৎ থাকবে না
