আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:০২ এএম

কারিগরি উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (৩১ জানুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস।

পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস জানায়, কারিগরি উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- ছেঙ্গারচর পৌরসভা, মোহনপুর ইউনিয়ন, এখলাপুর ইউনিয়ন, কলাকান্দা ইউনিয়ন, জহিরাবাদ ইউনিয়ন, গজরা ইউনিয়ন, ষাটনল ইউনিয়ন, কালিপুর ইউনিয়ন, ফরায়জিকান্দি ইউনিয়ন, সুলতানাবাদ, আমিরাবাদ, পূর্ব ফতেপুর, পশ্চিম ফতেপুর, দুর্গাপুর, বাগানবাড়ী, ইসলামাবাদ ও সাদুল্ল্যাপুর এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মতলব উত্তরের পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

HN
আরও পড়ুন