ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

বেগম রোকেয়া দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় নাটোরের বাগাতিপাড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বড়াল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।

সন্মানিত জয়িতারা হলেন- সফল জননী সখিনা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী আইভি আক্তার, শিক্ষা ও চাকরিতে শাপলা খাতুন, সমাজ উন্নয়নে শিরিন আক্তার, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুতে চায়না খাতুন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রধান অতিথি থেকে ক্রেস্ট ও সনদ তুলে দেন। সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার প্রমুখ।

AH
আরও পড়ুন