ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ময়মনসিংহ-৩: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৪১ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার নির্বাচনী ইশতেহার ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে গৌরীপুর প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- গৌরিপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, পৌরসভার কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, মাসুদ মিয়া রতন, আব্দুর রব মুস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, নুরুল ইসলাম, এমরান মুন্সি, সাবেক মহিলা কাউন্সিলর শিউলি চৌধুরী, ৩নং অচিন্তপুর  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্দম হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা রাশিক প্রমুখ।

নির্বাচনী ইশতেহারে রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক হাসপাতাল, উন্নত ও আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ, বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির জন্য ওয়ান স্টপ সার্ভিস চালুসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন সোমনাথ সাহা।

তিনি বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশ এগিয়ে গেছে প্রত্যাশিত উন্নয়নের পথে। কিন্তু এই উন্নয়ন যাত্রায় তাল মিলিয়ে উন্নয়ন হয়নি আমাদের প্রাণের গৌরীপুরে। এর নেপথ্যে নানা কারণ থাকতে পারে, তবে অন্যতম দুটি কারণ হচ্ছে- যোগ্যতম স্বপ্নবাজ নেতৃত্বের অভাব ও উন্নয়ন পরিকল্পনা না থাকা। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সন্তান, গৌরীপুরের মাটির সন্তান আমি সোমনাথ সাহা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় আপনাদের রায় চাই।

FI
আরও পড়ুন