কর্মীদের জন্য জীবনও দিতে পারি: মাহি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম

যে কর্মীরা আমার জন্য কাজ করেছে, তাদের জন্য দরকার হলে জীবনও দিতে পারি বলে মন্তব্য করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামানত হারানো স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে এসব কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি।

এর আগে, ভোটে হারলেও শোডাউন করার ঘোষণা দিয়েছিলেন ট্রাক প্রতীকের এমপি প্রার্থী মাহি। কিন্তু ভোটের ফলাফলে ভরাডুবির পর অনেকটা আড়ালেই চলে যান তিনি। নিকটজন ছাড়া সাংবাদিকদেরও ফোন রিসিভ করছিলেন না। অবশেষে ভোট নিয়ে কথা বললেন মাহি।

নির্বাচিত এমপির সমালোচনা করে চিত্রনায়িকা মাহি বলেন, গত ১৫ বছরে তার যে জনপ্রিয়তা কমে এসেছিল, তা যেন এই পাঁচ বছরে কাটিয়ে ওঠেন। আমি কিন্তু মাঠে আছি। আগামী পাঁচ বছর পর ফের নির্বাচনী মাঠে দেখা হবে।  

তিনি বলেন, আমার জন্য মাঠে যারা কাজ করেছে, আগামী পাঁচ বছরে আমার জন্য যারা কাজ করবে সেসব কর্মী-সমর্থকদের আপনারা (ক্ষমতাবান) যদি কোনোরকম ডিস্টার্ব করেন, তাহলে মনে রাখবেন, আমি কিন্তু দুর্বল না। আমি মানসিকভাবে শক্তিশালী, কর্মীদের ন্যূনতম অপমানেও আমি সর্বোচ্চ লড়াই করব। যে কর্মীরা আমার জন্য কাজ করেছে, তাদের জন্য দরকার হলে আমি জীবনও দিতে পারি।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী এক লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে টানা চতুর্থবারের মত বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। আর নায়িকা মাহি পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। নির্বাচন কমিশন আইনে মোট কাস্টিং নির্ধারিত ভোট না পাওয়ায় জামানতও হারান ‘অগ্নিকন্যা’ খ্যাত মাহি।

AH