ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৮ এএম

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার (৫৮) মারা গেছেন।

রোববার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হলে তাকে জেলা কারাগার থেকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুস সাত্তার উপজেলার কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কয়লা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

সাতক্ষীরা জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাত্তারকে সাড়ে তিনবছর সাজা দেওয়া হয়। রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

FI/BS
আরও পড়ুন