ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিল্পায়ন ও সার উৎপাদনে ব্যবহৃত হবে গ্যাস : গণপূর্তমন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৪ এএম

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জানিয়েছেন, দেশের গ্যাস শিল্পায়ন ও সার উৎপাদনে ব্যবহার করা হবে।

তিনি বলেন, পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ পৃথিবীর অন্য কোনো দেশে নাই। যেসব দেশ থেকে বাংলাদেশ তরলীকৃত গ্যাস আমদানি করে সেসব দেশেও বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় না। কৃষির উন্নয়নে সারের কোনো বিকল্প নেই, এজন্য সার উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। বাসাবাড়িতে পাইপলাইনে গ্যাস  সরবরাহ নিরুৎসাহিত করে  শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন ও সার উৎপাদনে গ্যাস ব্যবহার করা উচিত বলে তিনি মন্তব্য করেন ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিজয়নগর উপজেলায় একটি সাব-রেজিস্ট্রি অফিস, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, একটি সরকারি কলেজ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে নতুন একটি আবাসন প্রকল্প গড়ে তোলা হবে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জেলা পরিষদের মাধ্যমে ৫০০ লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অডিটোরিয়াম নির্মাণ করা হবে। নির্বাচনী প্রচারণায় ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহে তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পুনরায় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা জজকোর্টের পিপি মাহবুবুল আলম খোকন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিরধা প্রমুখ।

এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বিজয়নগর উপজেলার দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

SN/FI
আরও পড়ুন