পাহাড়বাসীর ঈদ পালন

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১১:৪০ এএম

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে পাহাড়ি জেলা রাঙামাটির ইসলামধর্মাবলম্বীরা ঈদ উদযাপন করছেন। 

ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে আজ সকাল সাড়ে ৭টা থেকে জামাতে ঈদের নামাজ আদায় করেন। সকাল সাড়ে সাতটায় রাঙামাটির কলেজ গেইটে প্রথম ঈদ জামাতের মাধ্যমে রাঙামাটিতে ঈদের নামাজের সূচনা হয়।

বেশ কয়েক বছর পর এবার রাঙামাটি শহরের পুরাতন কোর্ট বিল্ডিংস্থ শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়াম মাঠে কয়েক হাজার মুসল্লীর উপস্থিতিতে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। হাজারো ধর্মপ্রাণ মুসল্লীরা ঐক্যবদ্ধভাবে ঈদের নামাজ আদায় শেষে খুতবা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। 

MB/AST
আরও পড়ুন