ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে শরীয়তপুরে বর্ষবরণ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৬:১৩ পিএম

উৎসবপ্রিয় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরনো বছরের সকল দুঃখ কষ্ট ভুলে, নতুন বছরটিকে বরণ করে নিয়েছে দেশবাসী। শরীয়তপুরবাসীও এর ব্যতিক্রম নয়। সকলের মঙ্গল কামনা করে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে সাদরে গ্রহণ করেছে নতুন বছরটিকে। 

রোববার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি মাঠে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হয়। এসময় নানা রঙ-বেরঙের নতুন কাপড়ে সুসজ্জিত হয়ে সব বয়সি মানুষজন অংশ নেয়  উৎসবে।

সকলের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশীদ, পৌর মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান (জন), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।

HK/AST
আরও পড়ুন