ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোয়ালন্দে হিটস্ট্রোকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:২৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম মাস্টার (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তিনি মারা যান। তিনি গোয়ালন্দ পৌরসভার বালিয়াডাঙ্গার বাসিন্দা।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নুর ইসলাম সকাল ১০টার দিকে গরমে অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙ্গিনায় মাটিতে পড়ে যায়। সে সময় পরিবারের লোকজন প্রথমে তাকে মাথায় পানি ঢালেন। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণ পর তিনি মারা যান। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, এই বৃদ্ধ ডায়াবেটিক রোগী ছিলেন এবং তার ডায়াবেটিক ছিলো ১৯। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনার পর রক্ত পরীক্ষা করে ইসিজি করতে নেওয়ার সময় তিনি মারা যান।

WA/SA
আরও পড়ুন