ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুন্সীগঞ্জে লাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৩:২৩ এএম

মুন্সীগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকার অদুরে সড়ক নির্মাণ কাজ চলাকালে গ্যাস পাইপ লাইন ফেটে আগুন লেগে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।  এতে মুন্সীগঞ্জ শহর ও আশপাশ এলাকায় শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জানা গেছে, সকাল ৮ টার দিকে পশ্চিম মুক্তারপুর এলাকার অদুরে এলিভেটেট সড়ক নির্মাণ কাজে স্কেভেটর দিয়ে মাটি খোঁড়াখুঁড়ির সময় প্রধান পাইপ লাইন ফেটে গিয়ে আগুন লাগে। এরপর থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা শহরের বাগমামুদালী পাড়া এলাকার মাসুদ অর্ণব বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে বিপদে পড়তে হয়েছে আমাদের। এ রোজার মধ্যে রান্না করা যায়নি। তবে সন্ধ্যার আগে পাশের বাড়িতে লাকড়ির চুলোয় রান্না করতে হয়েছে।

শহরের খালইষ্ট এলাকার বাসিন্দা মোস্তারি বেগম বলেন, সকাল বেলায় রান্না করতে গিয়ে দেখি গ্যাস নেই। পরে বিকেল বেলায় বৈদ্যুতিক চুলায় রান্না করেছি।

মুন্সীগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক শরীফুল ইসলাম জানিয়েছেন, নারায়নগঞ্জ এলাকায় সড়ক নির্মাণে স্কেভেটর দ্বারা মাটি তুলতে গেলে গ্যাস সঞ্চালন পাইপ লাইন ফেটে আগুন লাগে। এরপর নারায়নগঞ্জ অঞ্চল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পাইপ লাইন মেরমাত করার চেষ্টা চলছে।

MMS
আরও পড়ুন