ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর পা বিচ্ছিন্ন

আপডেট : ১৬ মে ২০২৫, ০২:৪১ পিএম

নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে রাহাত আলী (২৪) নামে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার করিমপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রাহাত আলী পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর গ্রামের করম আলীর ছেলে।

জানা গেছে, রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন রাহাত আলী। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনের দরজার কাছে দাঁড়ানোতে নিরুৎসাহিত করা হয়। ট্রেন ভ্রমণের সময় যাত্রীদের আরো বেশি সতর্ক থাকা উচিত।

RF
আরও পড়ুন