ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মায়ের অভিযোগে কারাগারে সন্তান

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৬:৪৪ এএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মায়ের অভিযোগে এক মাদকাসক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ক্ষেতলাল পৌরসভার বকশিপাড়া মহল্লায় অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে আটক করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেয়া হয়। কারাদণ্ডের পাশপাশি তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়।

দণ্ডিত জাহিদ হোসেন পৌর এলাকার বকশিপাড়া মহল্লার মো. জহুরুল ইসলামের ছেলে।
 
ইউএনও আসিফ আল জিনাত বলেন, রাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে তেমন কোনো কাজ করে না এবং মাদক কেনার টাকার জন্য প্রায়ই মাকে শারীরিক নির্যাতন করতো। নিরুপায় হয়ে তার মা ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে আমরা তার বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাই এবং অভিযুক্ত মাদক সেবন ও মায়ের ওপর অত্যাচারের বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

khk
আরও পড়ুন