ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভোলায় গণধর্ষণের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:২০ এএম

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত সবাইকে অতি দ্রুত গ্রেপ্তার ও তাদের সর্বোচ্চ সাজার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের আয়োজনে জেলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাংলা স্কুল মোড় ঘুরে নতুন বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় মিছিলে ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, রশি লাগলে রশি নে ধর্ষকদের ফাঁসি দে’, ‘খুন ধর্ষণ চাঁদাবাজি বন্ধ কর করতে হবে’, ‘তজুমুদ্দিনে ধর্ষণ কেন প্রশাসন জবাব চাই’, ‘ধর্ষণের বিচার চাই’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে জেলা শহর।

সমাবেশ থেকে তজুমদ্দিনে গণধর্ষণ এবং দেশের অন্য স্থানে খুন, চাঁদাবাজি, ধর্ষণ ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানান বক্তারা। একইসঙ্গে অতি দ্রুত এসব ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল মমিন, পৌর শাখার সভাপতি মাওলানা আক্তার হোসেন ভূইয়া, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মো. আবু জাফর ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, ভোলার তজুমুদ্দিনে গণধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব-৮। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার।

khk
আরও পড়ুন