ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাস মেলায় নিখোঁজ পর্যটক সাগর থেকে জীবিত উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০২ এএম

সুন্দরবনের দুবলারচরে রাস মেলায় আগত পর্যটক নিখোঁজের ঘটনায় কোস্টগার্ডের অভিযানের মাধ্যমে তাকে জীবিত  উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে আগত জনৈক এক পর্যটক সমুদ্র তীরে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। ওই ঘটনাটি কোস্টগার্ড আউটপোস্ট দুবলার চর অবগত হলে কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক তাৎক্ষণিক দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিখোঁজ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, ‘মানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।’

HN
আরও পড়ুন