ছাত্রদল নেতার রগ কাটায় বিএনপি নেতা বহিষ্কার

‘শনিবার (০৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে রগ কেটে দেওয়ার এ ঘটনা ঘটে।’

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম

পূর্ববিরোধকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে নিয়ামতি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বরিশাল দক্ষিণ জেলার নিয়ামতি ইউনিয়নের বাকেরগঞ্জে শাহীন ফরাজীর বিরুদ্ধে মো. আসাদুল্লাহ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেওয়ার মতো সহিংস ঘটনার সঙ্গে যুক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। সুতরাং দলের গঠনতন্ত্রের বিধান মোতাবেক শাহীন ফরাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

শনিবার (০৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে রগ কেটে দেওয়ার এ ঘটনা ঘটে। আহত মো. আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি। 

এ ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ ওঠা বিএনপি নেতারা হলেন- নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজী।

AA
আরও পড়ুন