ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঝালকাঠির সাবেক পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:১০ পিএম

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২ আগস্ট) রাত ১ টার দিকে ডিবি পুলিশের সাইবার টিম তাকে গ্রেপ্তার করে।

রোববার (৩ আগস্ট) বিকেলে ডিএমপির ওয়েব সাইট সূত্রে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঝালকাঠি থানায় তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙ্গার অভিযোগে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। 

ঝালকাঠি থানার ওসি মনিরুজ্জামান বলেন, আমরা গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। তবে অফিসিয়ালি এ ব্যপারে আমাদের কিছু জানানো হয়নি। ঢাকা থেকে একটি সূত্র নিশ্চিত করেছে, মতিঝিল থানার একটি মামলায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তালুকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

NJ
আরও পড়ুন