ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কলাপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে দগ্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙ্গর করা একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জেলে দগ্ধ হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ অবতরণ কেন্দ্রের শিববাড়ীয়া নদীতে আলমগীর মৃধার তেলের ঘাটে সাইফুল ইসলামের ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মাঝির নাম মো. ফারুক।

জানা গেছে, সিলিন্ডার বিস্ফোরণ থেকে জীবন বাঁচাতে ওই ৩ জেলে নদীতে ঝাঁপ দেন। এ সময় জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া এ সময় ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়।


গুরুতর আহত জহিরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ২ জেলে শহিদুল (৩০) ও সাইফুল ইসলাম (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা দৈনিক খবর সংযোগকে বলেন, নামবিহীন ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরের শিববাড়ীয়া নদীতে নোঙ্গর করা অবস্থায় ছিল। সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, দগ্ধ জেলেদের সহায়তার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

NJ
আরও পড়ুন