ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কাঠের সেতুতে বদলে গেল ছয় গ্রামের মানুষের জীবনযাত্রা

আপডেট : ২৭ জুন ২০২৪, ১১:৫৫ এএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সূর্যমুখী খালের উপর একটি কাঠের সেতু নির্মাণে বদলে গিয়েছে তিন ইউনিয়নের ছয় গ্রামের মানুষের জীবনযাত্রা।

পশ্চিম মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুল ইসলাম মিটুর উদ্যোগে ও সংসদ সদস্য মোহাম্মদ আলী, স্কুলটির শিক্ষার্থী ও সহকারী শিক্ষক মহিউদ্দিন, সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসানসহ স্থানীয়দের সহযোগিতায় এ সেতুটি নির্মাণ করা হয়।

জানা যায়, হাতিয়া উপজেলার এই স্থানটি নিয়ে বুড়িরচর ও সোনাদিয়া ইউনিয়নের দীর্ঘদিনের একটা সীমানা বিরোধ ছিল। অবশেষে শিক্ষকের প্রচেষ্টায় প্রায় ৬ মাস আলোচনা শেষে বিরোধ মীমাংসিত হয় এবং স্থানীয়দেরে সহযোগিতায় চলাচলের জন্য সেখানে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়। ৮০ ফুট দৈর্ঘ্য এবং ৫ ফুট প্রস্থের সেতুর সাথে ৩০০ ফুট রাস্তাও নির্মিত হয়েছে।

দীর্ঘ চল্লিশ বছরের সীমানা বিরোধ নিষ্পত্তির ফলে খালটির দুই পাড়ের মানুষের উপকার এখন দৃশ্যমান হয়েছে। সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সুইচ বাজারস্থ এই জায়গা দিয়ে এখানকার সকল পেশার মানুষ উপকৃত হচ্ছে। 

একসময় ভরা যৌবন ছিল হাতিয়ার বুক চিরে বয়ে যাওয়া সূর্যমুখী খালটি। একসময় বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এই খাল। কালক্রমে পলি জমে এটি প্রাণহীন হয়ে যায়। এখন অপরিকল্পিতভাবে সেতু-কালভার্ট নির্মাণসহ যে যার মতো করে সাঁকো নির্মাণ করে যাতায়াতের সহজতর পথ করে চলছে।

ARS/FI
আরও পড়ুন