ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নোবিপ্রবির হলের প্যাড থেকে সরানো হয়নি আওয়ামী সরকারের স্লোগান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালাম হলের অফিসিয়াল প্যাড থেকে এখনো সরানো হয়নি ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানটি।

রোববার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ স্বাক্ষরিত এক নোটিশে এ স্লোগানটি দেখা যায়। 

নোটিশের উপরে ডানদিকে লক্ষ্য করলে দেখা যায়, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ নামের একটি স্লোগান।

এ বিষয়ে সালাম হল প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অফিস সহকারীদের বলে প্যাডটা সংশোধন করে নতুন আরেকটি নোটিশ দিয়েছি।

MMS
আরও পড়ুন