ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ

‘গত ১৮ আগস্টের পর ভিসি পদত্যাগ করার পর দীর্ঘসময় ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে।’

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করেন বিক্ষোভ তারা।

এতে শহর জুড়ে বেশ কিছুক্ষণের জন্য সৃষ্টি হয় তীব্র যানজটের সৃষ্টি হয়। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘গত ১৮ আগস্টের পর ভিসি পদত্যাগ করার পর দীর্ঘসময় ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগসহ নানা ধরনের জটিলতা দেখা দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।’

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই। সরকার আমাদের নিয়ে কোনো চিন্তাই করছে না। তাই আমরা সবাই বনরূপায় একত্র হতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ থেকে ডিসির মাধ্যমে উপদেষ্টাদের জানাতে চাই। ৭২ ঘণ্টার মধ্যে আমাদের ভিসি দিতে হবে। তা না হলে আমরা কঠোর অবস্থানে যাব।'

 

RA
আরও পড়ুন