কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ নূর (৩০) নামে এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ২০ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত নুর ওই ব্লকের আবু সৈয়দের ছেলে এবং ওই ক্যাম্পের হেড মাঝির দায়িত্বে ছিলেন তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তারাবির নামাজ শেষ করে নূর নামে এক হেড মাঝি মসজিদ থেকে বের হলে ৬-৭জন সন্ত্রাসী এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে কে বা কারা ছিল সেটি জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
