ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুতুবদিয়ায় এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়ায় বিক্ষোভ

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০২:৪৬ পিএম

কক্সবাজারের কুতুব‌দিয়া সরকা‌রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দি‌কে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করে অর্ধশত ছাত্র-ছাত্রী।

এসময় শিক্ষার্থীরা অধ‌্যক্ষে‌র বিরু‌দ্ধে বি‌ভিন্ন শ্লোগান দিতে থাকে।

শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, মান‌বিক, ব্যবসায় শিক্ষা শাখায় বোর্ড ফি, কেন্দ্র ফিসহ দুই হাজার ২২৫ টাকা। কিন্তু নেয়া হচ্ছে দুই হাজার ৮০০ টাকা। বিজ্ঞান শাখায় দুই হাজার ৭৮৫ টাকা হ‌লেও নেয়া হচ্ছে তিন হাজার ৩০০ টাকা। সরকার নির্ধা‌রিত ফি ছাড়া আমরা বাড়‌তি কোন টাকা দেব না।

শিক্ষার্থী মামুন ব‌লেন, উপ‌জেলায় কুতুব‌দিয়া মডেল স্কুল অ্যান্ড ক‌লেজে মান‌বি‌কে দুই হাজার২০ টাকা, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে আড়াই হাজার টাকা নেয়া হয়। সরকা‌রি কলেজে অবশ্যই কম নি‌তে হবে।

অভিযোগের বিষয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাহেরা বেগম বলেন, এইচএস‌সি ফরম পুরণ বাবদ কোন বাড়‌তি টাকা নেয়া হচ্ছে না। ব্যবহারিক ও কেন্দ্র ফি না নি‌য়ে খণ্ডকালীন শিক্ষকদের বেতন বাবদ ৮০০ টাকা নেয়া হ‌চ্ছে।

RA/AHA
আরও পড়ুন