কুমিল্লা-সিলেট মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে সড়কে বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। এ সময় ট্রাকে থাকা অন্তত দুই শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার পরপর বিস্ফোরিত হয়।
বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসার এলাকায় এ বিস্ফোরনের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকার শাহবাগ থেকে একটি এলপি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া বর্ডার বাজার আসছিল। এ সময় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে মহাসড়কের একটি বড় গর্তে উল্টে যায়। এতে আগে থেকে আটকে থাকা অপর একটি প্রাইভেটকারের ওপর ছিটকে পরে ট্রাকটি। একপর্যায়ে ট্রাক এবং প্রাইভেটকারে আগুন ধরে যায়। পরে বিকট শব্দে একেকটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। মহাসড়কের উভয়পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
