বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ফেনী জেলায় ২০২৪ সালের ভয়াবহ বন্যা পরবর্তী বিভিন্ন উন্নয়ন, সংস্কার ও পুনর্গঠন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১১টায় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুরে হাবিব উল্যাহ খাঁন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বন্যা পরবর্তী বিভিন্ন উন্নয়ন, সংস্কার ও পুনর্গঠন কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুদানের চেক হস্তান্তর করেন, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় ছাগলনাইয়া উপজেলার হাবিব উল্যাহ খাঁন উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত "শাহীন ভবন" উদ্বোধন করা হয়। একই সঙ্গে তিনি দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়নকাজ পরিদর্শন করেন।
এছাড়াও, বিমান বাহিনী প্রধান ফেনী জেলার বন্যাদুর্গতদের জন্য পরিচালিত ত্রাণ বিতরণ, মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ২০২৪ সালের আকস্মিক বন্যা ও পরবর্তী সময়ে বিমান বাহিনীর কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে, যেসব প্রতিষ্ঠান এই উন্নয়ন কার্যক্রমে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও বিমান বাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
তিনি বলেন, তৎকালীন বৈরী আবহাওয়া ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার মধ্যেও বাংলাদেশ বিমান বাহিনী পেশাদারিত্বের সঙ্গে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে, যা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় ও বিমান বাহিনী প্রধানের সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লা, নোয়াখালী এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত ফেনী জেলায় হেলিকপ্টার ও ইউএভি ব্যবহারের মাধ্যমে দ্রুততার সঙ্গে এরিয়াল রেকোনাইসেন্স পরিচালনা করে জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়।
বিমান বাহিনী সূত্র জানায়, পুনর্বাসন কার্যক্রমের আওতায় ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বহু শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় এবং রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনার নির্মাণ ও সংস্কার কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ খাঁন উচ্চ বিদ্যালয়ের ক্রমবর্ধমান শিক্ষার্থী ও স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় "শাহীন ভবন" নামে চারতলা ভিতবিশিষ্ট দুটি তলা ভবন নির্মাণ করা হয়েছে, যা দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতে পারবে।
এই উন্নয়নমূলক কার্যক্রমগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফেনীর জেলা প্রশাসক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
