ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টেকনাফে অস্ত্রগুলিসহ ৫ অপহরণকারী গ্রেপ্তার

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম

টেকনাফে অটোচালক অপহরণ ঘটনায় জড়িত ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ  সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপ গান, ৩টি শটগানের কার্তুজ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হাকিম পাড়ার নুরুল কবিরের ছেলে আব্বাস উদ্দিন (৪২), আব্দুল হাকিম ভুট্টোর ছেলে সাকিবুল ইসলাম (২২), শফি আলমের ছেলে ফরহাদ মিয়া (১৯), মৃত ইউনুছ আহমদের ছেলে মো. রবিউল হোসেন (২৭) এবং ডেমুশিয়া ২ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে মো. তাওসিফ (১৯)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তাঁর নেতৃত্বে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস, এসআই (নিরস্ত্র) হাসান মিয়া, এএসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ আল মামুন, এএসআই (নিরস্ত্র) ইব্রাহিম খলিল সঙ্গীয় অফিসার-ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের মাধ্যমে তাদেরকে আটক করা হয়।

তিনি বলেন, অটোচালক পাভেল চাকমা (২৪) অপহরণ মামলার বাদীসহ এসআই (নিরস্ত্র) হাসান মিয়া সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে টেকনাফ মডেল থানার মামলা নম্বর-৩৮/৪৬৮, তারিখ-১৯/০৭/২০২৫ ইং, ধারা- ৩৬৫/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের ১৯ জুলাই রাত সাড়ে ১১টায় টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের লামার বাজার সাকিনে মেরিন ড্রাইভ রাস্তার উপর পুলিশ চেকপোস্টের অনুমান ৫০০ মিটার দূরে সৈকত কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাতেই বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর শীলখালী জলিলের বাবার বাড়ীর বসত ঘরে অভিযান পরিচালনা করে ছনের স্তপের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১টি দেশীয় তৈরি পাইপ গান, ৩টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

MMS
আরও পড়ুন