ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কালিয়াকৈরে বাসচাপায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১০:৫০ এএম

গাজীপুর কালিয়াকৈরে বাসচাপায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- টাঙ্গাইল সখিপুরের সবুর মিয়ার ছেলে নাছির উদ্দিন (২৩), মাধুপুর উপজেলাট মো. সৈয়দের ছেলে মুসলিম উদ্দিন (৩০) ও সখিপুর উপজেলার সেকানৃদর আলীর ছেলে জুয়েল (৩২)। এ ছাড়া, আজিজুল নামে একজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ৩টার দিকে প্রাইভেটকারটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

MB/FI
আরও পড়ুন