ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেড় ঘণ্টা পর শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০১:২২ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার নামে একটি কারখানার শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাসে দেড় ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন।

এর আগে ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাসসহ ১৪ দফা দাবিতে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের‌ সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার কারখানার শ্রমিকরা সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সকাল ১০টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। অনেকেই পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছান। সকাল সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন। শুরু হয় মহাসড়কে যান চলাচল।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, এ কারখানায় প্রায় ১২শ শ্রমিক কাজ করছেন। দীর্ঘ দিন কাজ করলেও তাদের ওভার টাইম, টাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না শ্রমিকরা। এছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হয় না। এ অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএমের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন তারা।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী, গাজীপুর মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ফের যানবাহন চলাচল শুরু হয়।

AHA
আরও পড়ুন