গাজীপুরের টঙ্গীতে আলীমুল (২৬) নামে এক পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাতে বড় দেওড়া মুদাফা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামসু উদ্দিন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শ্রমিক আলীমুল (২৬) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার বাসিন্দা। তিনি টঙ্গীর মুদাফা এলাকার মজুমদার গার্মেন্টসে কাজ করতেন। অন্যদিকে গ্রেপ্তার শামসু উদ্দিন মুদাফা সৈয়দ আলী স্কুল অ্যান্ড কলেজ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বড় দেওড়া মুদাফা এলাকায় উত্তরা প্রবর্তন সিটির মাঠের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক তারানা বিনতে আনোয়ার বলেন, তার বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসির উদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে। কে বা কারা জড়িত তা শনাক্তে পুলিশ কাজ করছে।
