ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১২:২২ এএম

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিজন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত শিজন কিশোরগঞ্জের হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া রেল কলোনি এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পুরাতন মালামালের দোকানে কাজ করতেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রেল কলোনি এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন শিজন। এ সময় স্থানীয় দুই যুবক দোকানে এসে তাকে বাইরে ডেকে নেয়। এরপর তারা ধারালো চাপাতি দিয়ে শিজনের বুকে কুপিয়ে পালিয়ে যায়।
 
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরে পরিবারের সদস্যরা তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, শিজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

MMS
আরও পড়ুন