ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:১৫ পিএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় রাহাত (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার মেথিকান্দা ইউনিয়নের নজরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

স্থানীয়দের বরাতে জানা যায়, সম্প্রতি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকাণ্ডের পর থেকে নজরপুরে রুবেল গ্রুপ ও বাছেদ মেম্বার গ্রুপের মধ্যে তীব্র বিরোধ চলে আসছিল। নির্বাচনী বিরোধের সেই রেশই আজকের এই সংঘর্ষের রক্তাক্ত রুপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দুই পক্ষই ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষ চলাকালে রুবেল গ্রুপের সাইফুল ইসলামকে প্রথমে গুলি করা হয় এবং পরে হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। আহত রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, তবে সে গুলিবিদ্ধ হয়েছিল কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

AHA/Raj
আরও পড়ুন