ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাভেল ব্যাগে মিললো এক ব্যক্তির টুকরো মরদেহ

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম

গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত এক পুরুষের কয়েক টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার স্টেশন রোডে হাজীর বিরিয়ানির সামনে রাস্তার ওপর ফেলে রাখা একটি ট্রাভেল ব্যাগ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি ব্যাগে ভরে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

NJ
আরও পড়ুন