গাজীপুরের শ্রীপুরে সাটিয়াবাড়িতে পানিতে ডুবে মুস্তাকিম ও রায়হান নামের ২ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ২টায় দিকে রাজাবাড়ী ইউনিয়ন সাটিয়াবাড়ীর এলাকায় এনকেএইচ নামের কারখানার বাউন্ডারি ভেতরে তারা পুকুর ডুবে মারা যায়।
নিহত মোস্তাকিম (৮) ওই ইউনিয়নের সাটিয়াবাড়ির গ্রামের মো. রজব ছেলে ও রায়হান (৭) একই গ্রামের শাহজান শিকদার ছেলে।
এলাকাবাসীরা দৈনিক খবর সংযোগকে জানান, শনিবারে এনকেএইচ কোম্পানির এরিয়ার ভেতরে পুকুরপাড়ে বসে খেলছিল তারা। এ সময় পাড় ভেঙে ২ জনই পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় মোস্তাকিমের কোনো খোঁজ না পেয়ে তাকে খোঁজাখুঁজি করে রায়হান পানিতে ঝাঁপ দেয়। পাশে আরেকটি শিশু তাদের দেখে বাড়িতে গিয়ে খবর দিলে পুকুর থেকে তাদের উদ্ধার করে। কিন্তু ততক্ষণে বাচ্চাগুলো মারা যায়।
শ্রীপুর থানার ওসি আবদুল বারিক জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ২