ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে জনতার হাতে ধরা

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৭:৫৮ পিএম

গাজীপুর আদালতে পুলিশ হেফাজতে থাকা এক আসামি পালিয়ে যায়। পুলিশের কাছ থেকে দৌড়ে গিয়ে এক ঝোপে লুকিয়ে পড়ে। এসময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

মো. লালচান (৩৫) নামের ওই ব্যক্তি টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেরবাড়ি খন্দকার পাড়া এলাকার বদরুদ্দীনের ছেলে। ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলো। বৃহস্পতিবার হাজিরার জন্য তাকে আদালতের নেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে লালচানকে হাজিরার জন্য গাজীপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে নেয়া হয়। আদালতে তোলার সময় তিনি পালিয়ে যান। স্থানীয় জনতা এসময় তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে আদালত পাড়ায় পরিত্যক্ত ঝোপে লুকিয়ে থাকা অবস্থায় তাকে ধরা হয়। এরপর জনতা ওই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে। 

গাজীপুর আদালতের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, ‘‘আসামি লালচান কোর্টে তোলা হলে কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পাকরাও করে কারাগারে পাঠানো হয়েছে।’’ 

তিনি বলেন, ‘‘লালচান কালিয়াকৈর থানার একটি ডাকাতি মামলার এজহারভূক্ত আসামি। বৃহস্পতিবার আদালতে তার মামলায় হাজিরার দিন ধার্য্য ছিল। 

JMR
আরও পড়ুন