মুন্সীগঞ্জের গজারিয়ায় বায়জিদ (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে ছোট বসুরচর নূরাণী হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন নাহার জানান, আজ বিকেল আনুমানিক পৌনে ৪টায় দিকে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত শিশুটির বাম হাতের আঙ্গুল ও বুকে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে।
নিহত বায়জিদ গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে একই এলাকার ছোট বসুরচর নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।
