ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফকিরহাটে  ট্রাকের ধাক্কায় আম ব্যবসায়ী নিহত

আপডেট : ১৫ মে ২০২৪, ১১:৫৭ এএম

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় সোহেল হাওলাদার (৪০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। 

ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল হাওলাদার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের আব্দুর রহমান হাওলাদার ছেলে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বুধবার (১৫ মে) সকাল ৬টার দিকে টাউন নওয়াপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর আম ভর্তি একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লাগে। ঘটনার সময় পিকআপ ভ্যানের পেছনে থাকা আম ব্যবসায়ী সোহেল হাওলাদার এতে গুরুতর হন। 

পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের পেছনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনার পর চালক পালিয়ে যায়। 

আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

HK/AST
আরও পড়ুন