আজহারীর মাহফিলে মানুষের ঢল

এ মাহফিলে চার দিনব্যাপী ইসলামী বই মেলা ও প্রদর্শনী করা হচ্ছে। মেলায় ২২টি স্টল রয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য ‘কিডস জোন’ করা হয়েছে।

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম

যশোর শহরতলীতে ওয়াজ করবেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ও রাতে বক্তব্য রাখবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।

শহরতলীর পুলেরহাটে আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল চলছে। শুক্রবার শেষ দিনে বিকেলে শুরু হয় মাহফিলের মূল কার্যক্রম। 

তাদের আগমন উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে পুলেরহাট এলাকায়। সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষ বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করেছে। দলে দলে মানুষের উপস্থিতি হতে শুরু করেছে মাহফিলের মাঠে। 

এ মাহফিলে চার দিনব্যাপী ইসলামী বই মেলা ও প্রদর্শনী করা হচ্ছে। মেলায় ২২টি স্টল রয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য ‘কিডস জোন’ করা হয়েছে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানব সম্পদ কর্মকর্তা জাহেদ হোসাইন বলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করেনি। এখানে ইসলামী কৃষ্টিকালচার তুলে ধরা হচ্ছে। দেশের প্রখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে বই মেলার স্টলে। গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু, সিয়ানসহ ২২টি প্রকাশনী এখানে স্টল নিয়েছে। পড়াশোনার অভ্যাসের জন্য এ বই মেলার আয়োজন করা হয়েছে। 

তিনি আরও জানান, শুধু ওয়াজ মাহফিল নয়; সেখানে হজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য ‘কিডস জোন’ রয়েছে।

NC
আরও পড়ুন