ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় শীতার্তদের পাশে জেলা পুলিশ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম

সাতক্ষীরায় অসহায় ও দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। দুই শতাধিক অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। 

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে কম্বল বিতরণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। 

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায়, দুস্থ প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয় ।  

এসময় কনকনে শীতে কম্বল পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় মানুষগুলো ।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।

Fj
আরও পড়ুন