ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট : ০৫ মে ২০২৫, ০৭:১০ পিএম

দেশের অন্যতম প্রধান আম উৎপাদন এলাকা সাতক্ষীরায় শুরু হলো আম সংগ্রহ ও বাজারজাতকরণের মৌসুম। জেলার ফিংড়ী ইউনিয়নের একটি বাগানে সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় আম পেড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, আমরা জেলার প্রতিটি বাগান পর্যবেক্ষণ করছি যাতে নির্ধারিত সময়ের আগে কোনো আম সংগ্রহ না হয়। সঠিক সময়ে পাকা ও নিরাপদ আম বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসসহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

ক্যালেন্ডার অনুযায়ী প্রথম পর্যায়ে স্থানীয় জাতের গোবিন্দভোগ ও গোপালভোগ আম সংগ্রহ শুরু হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ২০ মে থেকে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হবে।

জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, এ বছর সাতক্ষীরায় ৪,১৩৫ হেক্টর জমিতে প্রায় ১৩,১০০ জন চাষি আম চাষ করছেন এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার মেট্রিক টন। কৃষি কর্মকর্তারা আশা করছেন, স্থানীয় চাষিরা এবার ভালো মূল্য পাবেন এবং সাতক্ষীরার আম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও স্থান করে নেবে।

RJ/FJ
আরও পড়ুন