ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৈরী আবহাওয়াতেও কুষ্টিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

আপডেট : ৩০ মে ২০২৫, ০৫:৫৮ পিএম

কুষ্টিয়ায় নিম্নচাপের প্রভাবে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৈরী আবহাওয়াতেও কোরবানিকে ঘিরে কুষ্টিয়ায় জমে উঠেছে গবাদি পশুর হাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গবাদিপশু বেচাকেনা। বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বড় গরু নিয়ে বেশ চিন্তিত ব্যাপারীরা। 

শুক্রবার (৩০ মে) এমন প্রতিকূলতার মধ্যেও জেলার মিরপুর উপজেলার কাতলামারী পশুহাট ঘুরে দেখা যায়, কোরবানিকে সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে আসছে গরু। ছোট, বড় ও মাঝারি আকারের গরুগুলো কয়েক বছর লালন পালনের পর বিক্রির জন্য হাটে তুলেছেন খামারিরা। তবে হাটে গরু ক্রেতাদের উপস্থিতি কম থাকায় বেশ চিন্তিত গরু ব্যাপারী ও খামারিরা।

হাটে কিছু ক্রেতাদের আনাগোনা থাকলেও বিক্রি ছিল বেশ কম। অধিকাংশই দেখেছেন, যাচাই করছেন গবাদিপশুর দর-দাম। 

খামারিরা বলছেন, গবাদিপশু লালন পালনে খরচ বেড়েছে। সে তুলনায় মিলছে না দাম। ভুষি, খুদ, কুড়ার দামও বেড়েছে। গরু পালনে খরচ বাড়লেও গরুর দাম আগের মতোই রয়েছে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যানুযায়ী, জেলায় এ বছর ১৮ হাজার খামারে কোরবানির জন্য ২ লাখ গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। কোরবানির জন্য ১ লাখ গবাদিপশুর জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন কোরবানির হাটে এসব গবাদিপশুগুলো বিক্রি হচ্ছে।

কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল-মামুন হোসেন মন্ডল বলেন, জেলায় এ বছর ১৮ হাজার খামারে কোরবানির জন্য ২ লাখ গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন হাটে ১ লাখ গবাদিপশু বিক্রি হচ্ছে। এ জেলার ১৪টি হাটে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে। প্রতিটি হাটেই মেডিক্যাল টিম কাজ করছে। এছাড়াও নিরাপত্তা নিশ্চিতে আনসার ও পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে। খামারিরা ভালো দাম পেলে জেলায় এ বছর দেড় হাজার কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হবে আশা করছি।

FJ
আরও পড়ুন