অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা

যশোর সীমান্তে বিজিবির অভিযানে আটক ৮

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৩:১২ পিএম

যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি ৮ জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃতরা হলেন- ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) ও হাবিবুর রহমান (৩৩)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোগা বিওপি’র সীমান্ত দিয়ে পাচারকারীরা অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের ভারতে প্রবেশ করাতে পারে বলে তথ্য পায় বিজিবি। ওই তথ্যের ভিত্তিতে গোগা বিওপি‘র একটি টহল দল শার্শা থানাধীন গোগা গ্রামের সালামের মোড় থেকে সময় ২ জন পুরুষ, ৫ জন নারী ও এক পাচারকারীকে আটক করে। আটককৃতদের পরে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

JMR