বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে সর্বাত্মক হরতাল পালিত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে আজ সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। এদিন দিনভর জেলার বিভিন্ন সড়কে অবরোধ, মিছিল ও পথসভা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শহরসহ অন্তত ৫০টি স্থানে গাছের গুঁড়ি, গাড়ি ও ট্রাক ফেলে সড়ক অবরোধ করা হয়। এতে খুলনা–বাগেরহাট, খুলনা–মোংলা, বাগেরহাট–পিরোজপুরসহ বিভিন্ন মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

ফলে গণপরিবহন না পেয়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। তবে নৌপথে চলাচল ও মোংলা বন্দরের ভেতরে পণ্য খালাস স্বাভাবিক ছিল।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন হরতালকারীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গাড়িসহ আটকে পড়েন এবং জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নিজ কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়।

দিনভর হরতালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে সমর্থন জানান। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাদের দাবি, স্বতঃস্ফূর্তভাবে জনগণ এ কর্মসূচি পালন করেছে।

বিক্ষোভে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছি। ৪টি আসনের দাবি না মানলে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি রয়েছে।

মঙ্গলবার বিক্ষোভ এবং বুধবার ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল পালনের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

উল্লেখ্য, বাগেরহাটে দীর্ঘদিন ধরে চারটি আসন ছিল। তবে নির্বাচন কমিশন সম্প্রতি নতুন সীমানা নির্ধারণ করে জেলার আসন সংখ্যা কমিয়ে তিনটিতে আনার গেজেট প্রকাশ করে। এর প্রতিবাদে টানা আন্দোলন করছেন বাগেরহাটবাসী।

NJ
আরও পড়ুন