‘শিক্ষকদের ক্ষমতায়ন, স্থিতিস্থাপকতা জোরদার করা, স্থায়িত্ব গড়ে তোলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনায় করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা ইউএনও মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জি,এম আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক বুলু, চিতলমারী সরকারি মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক বিপ্লব কুমার মজুমদার, প্রভাষক তুষার কান্তি সরকার, প্রভাষক অচিন্ত্য মন্ডল, প্রভাষক সারাকাত হোসেন, প্রভাষক পলাশ বিশ্বাস, পল্লবী মন্ডল, শিমুল আক্তার, বুলবুল বসু, মহাসেনা খানম, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান, মুক্ত বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক চন্দ্র মজুমদার, গরীরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার বালা, নব পল্লী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল আলম, চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার মন্ডল প্রমুখ।
