বন্যার পানিতে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

আপডেট : ২১ জুন ২০২৪, ০৮:৪৯ পিএম

নেত্রকোনায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে রিফাত হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) সকাল ১১টার দিকে জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রিফাত রাতকান্দা গ্রামের আবু কালামের ছেলে।

দুপুরে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, পরিবারে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

পুলিশ ও শিশুটির পরিবারের বরাতে জানা গেছে, ঘটনার সময় শিশু রিফাত প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির সামনে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে নামে। কিন্তু সে সাঁতার না জানায় একপর্যায়ে পানির স্রোতে ভেসে যায়। পরে রিফাতকে না পেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি অন্য শিশুরা তার পরিবারকে জানালে তারা খোঁজাখুঁজি শুরু করে। এ সময় রিফাতের নিথর দেহ পানিতে ভাসতে দেখে। পরে তারা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

MHR/
আরও পড়ুন